যে নামাজে হবে সব সমস্যার সমাধান || প্রয়োজন পূরণের নামাজ || সালাতুল হাজত || সালাতুল হাজত নামাজের নিয়ম || সালাতুল হাজত পড়ার পদ্ধতি || সালাতুল হাজত এর উপকারিতা || সালাতুল হাজতের নিয়ম এবং ফজিলত || সালাতুল হাজতের নিয়ম || সালাতুল হাজতের ফজিলত || সালাতুল হাজত বিপদগ্রস্ত বান্দার খাঁটি সহযোগী
সালাতুল হাজত বিপদগ্রস্ত বান্দার খাঁটি সহযোগী। বিপদেই বন্ধুর পরিচায় পাওয়া যায়। দুনিয়ার মসিবতে বন্ধুর সহযোগিতার অভাব হতে পারে, কিন্তু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বন্ধু ও মহান প্রতিপালক আল্লাহর সাহায্যের দরজা বন্ধ হয় না। দরাবরে এলাহীর সাহায্যের দরজা সর্বদা বান্দার জন্য উন্মুক্ত। তাই বান্দার জন্য উচিত বিপদে দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এ পদ্ধতি অবলম্বন করলে বান্দা নিজের বিপদে আল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহর গায়েবি সাহায্য দ্বারা বিপদমুক্ত হবে।
এ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বান্দাকে নামাজের মাধ্যমে সাহায্য কামনার শিক্ষা দিয়েছেন। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা : ১৫৩)
নবী করিম (সা.) এর কোনো প্রয়োজন দেখা দিলে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। অতঃপর কায়মনোবাক্যে আল্লাহ তায়ালার নিকট স্বীয় প্রয়োজনের সমাধানের জন্য প্রার্থনা করতেন। এটাই ছিল নবীজির প্রয়োজন মিটানোর অনুপম আদর্শ। একইভাবে নবীজি (সা.) উম্মতকে নামাজ পড়ার মাধ্যমে নিজ নিজ সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার শিক্ষা দিয়েছেন।
দেখা যাবে সে বিপদগ্রস্ত মুমিন কল্পনাহীন ও অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে বিপদ মুক্ত হবে। হাদিস শরিফে সালাতুল হাজতের গুরুত্ব সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। যেমন, হজরত হুজাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘নবী করিম (সা.) এর অভ্যাস ছিল, যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন সামনে আসত, তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ : ১৩২১)
আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তির আল্লাহর নিকট অথবা কোনো মানুষের নিকট কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তমরূপে অজু করে এবং দুই রাকাত নামাজ পড়ে নেয়। তারপর যেন সে আল্লাহর প্রশংসা এবং নবী করিম (সা.) এর প্রতি দরুদ পাঠ করে।’ (তিরমিজি : ৪৮১)
মানুষের প্রয়োজনের যেমন শেষ নেই, তেমনি আশারও কোনো পরিমাপ নেই। আশা-নিরাশা, সুখ-দুঃখ ও দুশ্চিন্তা-হতাশা নিয়েই মানব জীবন। এতকিছুর পরও মানুষ স্বপ্ন দেখে, উন্নত জীবনের খোঁজে প্রতিনিয়ত চেষ্টা-তদবির করে। ইসলাম এ চেষ্টা তদবিরের বিরোধী নয়।
মানুষের বিশেষ কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। এ নামাজ আদায়ের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে আল্লাহতায়ালার হামদ ও ছানা (প্রসংসা) এবং নবী করিম (সা.)-এর ওপর দরুদ শরিফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে।
দোয়ার ক্ষেত্রে বিশেষভাবে হাদিস শরিফে নিন্মোক্ত দোয়া পাঠের বর্ণনা আছে। দোয়াটি হলো—
لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين. أسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنباً إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর হামার রাহিমীন। -তিরমিজি, ইবনে মাজা ও নাসায়ি
অর্থ- আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই। তিনি অতি সহিষ্ণু ও দয়ালু, সকল দোষ-ক্রটি থেকে পবিত্র তিনি, মহান আরশের প্রভু। সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা জাহানের রব। আপনার কাছেই আমরা যাঞ্ছা করি, আপনার রহমত আকর্ষণকারী সকল পূণ্যকর্মের ওয়াসীলায়, আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল ক্রিয়াকাণ্ডের বরকত, সকল নেক কাজ সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের। আমার কোন গুনাহ যেন মাফ ছাড়া না থাকে। কোন সমস্যা যেন সমাধান ছাড়া না যায় আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি তা যেন অপূরণ না থাকে, হে আর রাহমানুর রাহিমীন; হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। (ইবনু মাজাহ ১৩৮৪, তিরমিজী ৪৭৯)
সুতরাং দোয়ার ক্ষেত্রে হাদিস শরিফে বর্ণিত উপরোক্ত দোয়াটি অন্যান্য দোয়ার সাথে নামাজের শেষে বিশেষভাবে পড়া যেতে পারে। তবে পড়তেই হবে–এমন নয়। আপনি আপনার মত করে দোয়া করলেও কোনো অসুবিধা নেই।
যে নামাজে হবে সব সমস্যার সমাধান || প্রয়োজন পূরণের নামাজ || সালাতুল হাজত || সালাতুল হাজত নামাজের নিয়ম || সালাতুল হাজত পড়ার পদ্ধতি || সালাতুল হাজত এর উপকারিতা || সালাতুল হাজতের নিয়ম এবং ফজিলত || সালাতুল হাজতের নিয়ম || সালাতুল হাজতের ফজিলত || সালাতুল হাজত বিপদগ্রস্ত বান্দার খাঁটি সহযোগী
Don't forget we read Your's comments, appreciate ratings, welcome subscribers, and encourage sharing of our channel.
We do our best to provide the best video stuff to our channel viewers.
Thanks a lot for watching this video.
This is My Channel ...
https://www.youtube.com/channel/UC9yJxNUXThwzfzHkGSy1rsQ?disable_polymer=true=1?sub_confirmation=1
Listen, hope you like this Video.If you like it, please give your friends a chance to share it. Please like share and comments to support our work and show world how Bangladeshi peoples do everything.
Please subscribe our channel for more latest videos.