(শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্স)পর্ব-৯ খাঁড়া যাবার কাকে বলে এবং এর উচ্চারণ কি ভাবে করতে হয় IMRAN ALI
У вашего броузера проблема в совместимости с HTML5
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম
আজকের বিষয়:
প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য নামাজ হল ফরজ এবং ইবাদত এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল নামায।মুসলিম হলে নামাজ কায়েম করতেই হবে এটা স্বাভাবিক। আমরা সাধারণত দেখে থাকি আমাদের সমাজে প্রায় প্রত্যেক ব্যক্তি কোন না কোন কারণে কোন না কোন সময়ে নামাজ আদায় করে থাকে কিন্তু তার মধ্যে ৯৫% ব্যক্তি সঠিকভাবে বা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানেনা।কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করার বিভিন্ন নিয়ম কানুন বা বিভিন্ন শর্তাবলী রয়েছে এবং সেই সমস্ত নিয়ম কানুন বা নামাজের শর্ত গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল নামাজের মধ্যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা।কোরআন একটি আল্লাহর কিতাব এটি কোন সাধারণ কিতাব নয় তো এটাও স্বাভাবিক যে কোরআন পড়ার একটি নিয়ম পদ্ধতি রয়েছে আমরা যদি সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী কোরআন তেলাওয়াত না করে থাকি তাহলে আশা করা যায় সাওয়াবের জায়গায় উল্টো গুনাই হবে।
তাই এই সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদের হলিউড টিমের পক্ষ থেকে আপনাদের জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শিখুন বা শুদ্ধভাবে আরবি পড়তে শিখুন নামে একটি কোর্সের আয়োজন করা হয়েছে।
তো আপনি যদি একটু সময় ব্যয় করেন তাহলে কয়েকদিনের মধ্যে শুদ্ধভাবে কুরআন পড়তে বা শুদ্ধভাবে আরবি পড়তে শিখে যাবেন।
না হলে কিয়ামতের দিন সেই উত্তপ্ত ময়দানে আল্লাহ তায়ালাকে নিজের অলসতার কারণে অশুদ্ধ ভাবে নামাজ আদায় করা এবং অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন ।
এটি প্রথম পর্বের লিংক ভিডিওটি অবশ্যই দেখবেন
https://youtu.be/Fx14aijXZ4k