সূরা কিয়ামাহ┇অশ্রুসিক্ত ও হৃদয়স্পর্শী তেলাওয়াত┇শায়খ ইদ্রিস আবকার
У вашего броузера проблема в совместимости с HTML5
আলহামদুলিল্লাহ্, আমরা শায়খ ইদ্রিস আবকারের [حفظه الله] সুস্বর কণ্ঠে সূরা আল কিয়ামাহ এর অশ্রুসিক্ত ও অন্তরস্পর্শী তেলাওয়াত উপস্থাপন করতে পেরে আনন্দিত! সকল প্রশংসা আল্লাহ্র [سبحانه و تعالى]।
হাদিসঃ
আবূ বাকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়ব ও ইবনু আবূ উমার (রহঃ) ... আবূ মাসউদ আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে বলল, আমার বাহন হালাক হয়ে গেছে, আপনি আমাকে একটি বাহন প্রদান করুন। তিনি বললেনঃ আমার কাছে তো তা নেই। সে সময় এক ব্যক্তি বললো, আমি এমন এক ব্যক্তির সন্ধান তাকে দিলাম যে তাকে বাহন দিতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
যে ব্যক্তি কোন উত্তম বিষয়ে পথ প্রদর্শন করে, তার জন্য আমলকারীর সমান সাওয়াব রয়েছে।
[সহীহ মুসলিম (ইফাঃ),হাদিস নম্বরঃ (4746)]
আশা করি আপনারা সূরা আল-ক্বিয়ামাহ এর এই অসাধারণ তেলাওয়াতটি আপনাদের পরিবারপরিজনদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
উল্লেখ্য যে, আল-ক্বুরআনের বঙ্গানুবাদ নেয়া হয়েছে শায়খ ডঃ আবু বকর জাকারিয়ার [حفظه الله] তাফসীর থেকে। আল্লাহ্ সর্বজ্ঞ।