У вашего броузера проблема в совместимости с HTML5
আমরা গিয়েছিলাম বাউল সাধক উকিল মুন্সির বাড়িতে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামে উকিল মুন্সির বসত ভিটায় ২৬ কোটি টাকা বাজেটে উকিল মুন্সি কমপ্লেক্স তৈরি হচ্ছে। সেখানে দেখায় হয় উকিল মুন্সির ছেলে বৌ, নাতি, নাতি বৌসহ এলাকার বয়বৃদ্ধ অনেক মানুষের সাথে। যারা সবাই বাউল প্রেমি। শরিয়ত সরকারের গ্রেফতার হওয়াকে সহজভাবে মেনে নিতে পারেননি তারা।
গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ’র ১০ম বাৎসরিক মিলন মেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত বয়াতি গান অনুষ্ঠানে ভুল ব্যাখ্যা দিয়ে নবী রাসুল ও ইমামদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন শরিয়ত বয়াতি । এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া শরিয়ত বয়াতিকে গ্রেফতারের দাবিতে তার নিজ এলাকায় কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশও হয়।
শরিয়ত বয়াতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আগধল্যা গ্রামের জামে মসজিদের ঈমাম মাওলানা ফরিদুল ইসলাম মির্জাপুর থানায় মামলা করলে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বয়াতিকে মির্জাপুর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে হাজির করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শরিয়ত বয়াতিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার অনুসারি শতাধিক নারী-পুরুষ মির্জাপুর থানায় ভিড় জমান তাকে দেখতে।
FB. https://www.facebook.com/purnis.quuest/
আরও ভিডিও দেখতে ভিজিট করুনঃ https://www.youtube.com/channel/UCxcS2kYf9mKJGPEos4Wbe5Q/videos?view_as=subscriber
#শরিয়ত_বয়াতি #পূর্ণিয়ার_খোঁজ