শরিয়ত বয়াতির মুক্তি চাই। না হলে বাংলাদেশে গান বাজনা হারাম করা হোক।
У вашего броузера проблема в совместимости с HTML5
শরিয়ত বয়াতিকে গান হালাল বলার জন্য গ্রেফতার করা হয়েছে। আমরা শরীয়ত বয়াতির মুক্তি চাই। ন হলে বাংলাদেশে গান বাজনা করা হোক । সে যদি গান হালাল বলার জন্যে এরেষ্ট হতে পারে । তাহলে হারাম গান বাংলাদেশে প্রতিদিন শিল্পীরা গাবে কেন ? তাও বন্ধ করে দিতে হবে। এ ধরনের Double standard থাকবে কেন? বন্ধ করা হোক সব গান। হারাম গান গাওয়ার জন্য সকল শিল্পীদের এরেস্ট করা হোক। এ রকমই হোয়া উচিত। দিনরাত রাজ্জাক মোল্লা, তেতুল হুজুর, হামজা, আজহারি এরা দেশ ওন দেশের কালচারের বিরুদ্ধে কথা বলে । কই! এদের বিরুদ্ধে সরকার কোন একশন নেয় না। একশন নিরীহ শরিয়ত বয়াতিদের মতন মানুষদের বিরুদ্ধে। দেওয়ান বাগী যখন বলে রাসুলের মেয়ে ফাতিমাকে বিয়ে করছে। কই! তাকে তো এরেষ্ট করে রিমান্ডে নেয় না। এটি কি কুফরি নয়। এটিতে কি কারো অনুভুতিতে আঘাত লাগে না? এই হল আজকের বাংলাদেশ। এখানে দু রকমের আইন রয়েছে। একটি হল প্রভাব শালিদের জন্যে এবং অন্যটি হল নিরীহ মানুষদের জন্যে।