স্বামীহারা অসুস্থ শাহিনুর মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
У вашего броузера проблема в совместимости с HTML5
দর্শক আপনাদের আশেপাশে অসহায় পরিবার কিংবা আমাদের জীবনের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তুলে ধরব সারা বিশ্বের কাছে।
আমাদের সাথে যোগাযোগ।
YK Bangla tv(01973049728)(imo)
দর্শক আপনারা ভিডিওতে যে নারীকে দেখতে পাচ্ছেন তার নাম শাহিনুর কয়েক বছর আগে তার স্বামী মারা যায় ইনকামের মত তার পরিবারের কেউই থাকেনা দর্শক শাহিনুর স্বামী মারা যাবার পর মানুষের বাড়ি থেকে চেয়ে আত্মীয়র বাড়ি থেকে সহযোগিতা নিয়ে তার সংসার চালাত কিন্তু হঠাৎ করেই তার মেয়ে ক্যান্সার ধরা পড়ে এবং তার শরীরের টিউমার ও কিডনি রোগ ধরা পড়ে এমত অবস্থায় শাহিনুর কি করবে ভেবে পাচ্ছে না ডাক্তার যে চিকিৎসা দিয়েছে তা কিছুদিন হয়তো করেছিল কিন্তু এখন আর টাকার অভাবে কাজে ছোট বাচ্চা মেয়েকে ক্যান্সার হয়েছে তার ওষুধ কিনে দিতে পারছে না ডাক্তার কয়েকটি পরীক্ষা দিয়েছে সে পরীক্ষা টাকাও নেই। এখন কি শাহিনুর তার চিকিৎসা করবে না তার মেয়ে চিকিৎসা
করবে টাকার জন্যই কোনটাই করতে পারছে না । কোন দিকে যাবে শাহিনুর এদিক দিয়ে নিজেও অসুস্থ অন্যদিকে তার 11 বছরের মেয়ের ক্যান্সার কি করবে শাহিনুর কার কাছে যাবে কার কাছে সহযোগিতা পাবে। তো দর্শক যদি আপনার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে নারীটি হয়তো কিছুটা হলেও তার এবং তার মেয়ে চিকিৎসার খরচ টা চালিয়ে নিতে পারবে।
পুরো ভিডিওটি দেখুন তাহলে তার নাম্বারটি জানতে পারবেন ।