У вашего броузера проблема в совместимости с HTML5
চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজৌ ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষায়িত একটি অধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল যেখানে এশিয়া মহাদেশের প্রসিদ্ধ অসংখ্য ক্যান্সার বিশেষজ্ঞ দেশ-বিদেশে ক্যান্সার চিকিৎসার আধুনিক প্রযুক্তিসম্পন্ন সেবা গুলোকে পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এছাড়াও হসপিটালটি দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যেমন ফিলিপিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ এবং কম্বোডিয়ার ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে হসপিটালে সরাসরি যোগাযোগের সুবিধার জন্য এসব দেশে অফিস স্থাপন করেছে।