'পণ নিবো না', পণপ্রথার বিরুদ্ধে শপথ ৮১ বাঙালী যুবকের
У вашего броузера проблема в совместимости с HTML5
নিজস্ব প্রতিবেদন : 'পণ নিবো না, পণ বিরোধী এই আন্দোলনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবো, প্রয়োজনে পথে নামবো।' ঠিক এভাবেই রবিবার ৮১ জন বাঙালি যুবক গর্জে উঠল অভিশপ্ত পণপ্রথার বিরুদ্ধে। তারা তাদের নিজেদের বিয়েতেও পণ না নেওয়ার শপথ করে এদিন।
রবিবার বীরভূমের রামপুরহাটের হাসপাতাল পাড়ায় জামায়াতে ইসলামী হিন্দ সংগঠনের পরিচালনায় পণপ্রথা ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভাতেই এই অভিশপ্ত পণপ্রথার বিরুদ্ধে গর্জে ওঠেন যুবকরা, পাশাপাশি তাদের সাথে থাকা অভিভাবকরাও। ৮১ জন বাঙালি যুবক নিজেদের বিয়েতে পণ না নেওয়ার শপথ করে।
এই আলোচনা সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমনাথ মাড্ডি জানান, "দীর্ঘদিন ধরে এই পণপ্রথা সমাজকে নানান বাধায় ফেলে দিচ্ছে। এমন একটি আলোচনা সভার কথা শুনে আমি আজ এখানে এসেছি। আমি শপথ নিয়েছি আমার বিয়েতে পণ না নেওয়ার। পাশাপাশি পণপ্রথাকে সমাজ থেকে দূরীকরণের জন্য বাড়ি বাড়ি গিয়ে, রাস্তায় নেমে সকলকে বোঝাবো।"
প্রসঙ্গত, প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে এই অভিশপ্ত পণপ্রথা বাসা বেঁধে রয়েছে। যদিও বর্তমানে কিছু সচেতন মানুষ তা থেকে দূরে সরে দাঁড়ালেও প্রায়দিনই খবরের কাগজে দেখতে পাওয়া যায় পণ দিতে না পারায় কিভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে গৃহবধূদের। তাই পণপ্রথার বিরুদ্ধে এমন একটি আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন সমাজের নেটিজেনরা।