У вашего броузера проблема в совместимости с HTML5
কমলালেবুর উপকারিতা জেনে নিন , নিয়মিত কমলা লেবু খাইলে কি হয় দেখুন ভিডিওতে
মৌসুমি ফল কমলালেবুতে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। প্রতিদিন আমাদের যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন, তা রয়েছে একটা কমলা লেবুতেই। প্রায়শ যে ব্যাপারটা দেখা যায়, মজাদার ও সুস্বাদু খাবারগুলো স্বাস্থ্যকর হয় না। আবার যে খাবারগুলো স্বাস্থ্যকর সেগুলো মজাদার ও সুস্বাদু হয় না! এই ব্যাপারটির সাথে আরো একটি ব্যাপারেও সকলে একমত হবেন। মৌসুমি ফলগুলো খেতে দারুণ সুস্বাদু ও মজাদার হয় সবসময়। একইসাথে হয় স্বাস্থ্যসম্মত। এমনই একটি দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফল হলো কমলালেবু।
1.কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে
২.উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
৩.ক্যান্সার প্রতিরোধ করে
৪.হৃদযন্ত্রের সমস্যার বিরুদ্ধে কাজ করে
৫.ভাইরাল-ইনফেকশন ভালো করে
৬.রক্ত পরিষ্কার করতে সাহায্য করে
৭.হাড় মজবুত করতে সাহায্য করে
৮.দাঁত ভালো রাখতে সাহায্য করে
৯.শ্বাসকষ্টের সমস্যা কমাতে সাহায্য করে