У вашего броузера проблема в совместимости с HTML5
০৫ ফেব্রুয়ারি ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক(উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব ফাহমিনা আক্তার ও জনাব মোঃ মাগফুর রহমানের পরিচালনায় ঢাকা মহানগরের নিউমার্কেট থানা এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে পণ্যের গায়ে মূল্য মেয়াদ উৎপাদনের তারিখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় এবং একটি প্রতিষ্ঠান সমায়িকভাবে বন্ধ করা হয়। সার্বিক সহযোগিতা প্রদান করেন নিউমার্কেট থানা পুলিশের সদস্যবৃন্দ।
#DNCRP #Consumer_Right_BD