ধানমন্ডির একটি রেস্টুরেন্টে কি পরিবেশে রান্না হয় || Market Monitoring || ভোক্তা অধিদপ্তরের অভিযান।
У вашего броузера проблема в совместимости с HTML5
২৫ জানুয়ারি ২০২০, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক(উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহকারী পরিচালক জনাব মোঃ মাগফুর রহমানের পরিচালনায় ঢাকা মহানগরের ধানমন্ডি এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। সার্বিক সহযোগিতা প্রদান করেন ধানমন্ডি থানা পুলিশের সদস্যবৃন্দ।