У вашего броузера проблема в совместимости с HTML5
খাবার হিসেবে সারা বিশ্বে আলুর বিশেষ সমাদর রয়েছে। পুষ্টি গুণে ভরপুর আলু ব্যবহার করা যায় ত্বক এবং চুলের যত্নেও। অনেকেরই হয়তো জানা নেই,আলুর রস চুলের বৃদ্ধি ঘটাতে বিশেষ কার্যকরী।
আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, জিঙ্ক, আয়রণ রয়েছে। এটা চুলের বৃদ্ধি ঘটায়। এছাড়া মাথার খুলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করে। আলুর রস ব্যবহারে চুল হয়ে ওঠে ঝলমলে।
এমনিতে ভেঙে যাওয়া রুক্ষ চুল সহজে বাড়তে চায় না। আলুর রস ব্যবহার করে চুলের জৌলুস ফেরানো যায়। আলুর রসের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল যেমন দ্রুত বাড়বে, তেমনি মজবুত হবে চুলের গোড়াও।
যেভাবে তৈরি করবেন আলুর হেয়ার প্যাক
প্রথমে খোসাসহ আলুটা ভালোভাবে ধুয়ে নিন। ছোট ছোট টুকরা করে আলুটা কাটুন। এবার এগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে পিষে নিন। বেশি ঘন হলে সামান্য পানি মিশিয়ে নিন। ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। এবার চুলের গোড়ায় ঘষে ঘষে মিশ্রণটি লাগান। আধা ঘণ্টা পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।