নারকেলের দুধ অনেক বছর আগে থেকেই ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে।নারকেল দুধে আছে ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড। এ ছাড়া আছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল, যা সংক্রমণ দূর করে। এর মধ্যে আরও আছে ভিটামিন সি, বি-১, বি-৫, বি-৬, ই, আয়রন।
আসুন চুলের যত্নে নারকেল দুধ এর কিছু দারুণ প্যাকের কথা জেনে নেই।
চুলের যত্নে নারকেল দুধ ও টকদই
একটা পাত্রে সমপরিমাণ নারকেলের দুধ ও টকদই নিন। ভাল করে ফেটে মিশিয়ে নিন। এটি চুলের গুড়া থেকে আগা অবধি ভাল করে লাগান। এইভাবে রেখে দিন এক ঘন্টা। এবার চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইদিন ব্যবহার করুন।
চুলের যত্নে নারকেল দুধ ও আমলা তেল
এই প্যাকটিও চুলের গোড়া শক্ত করতে ব্যবহার করতে পারেন। ১/২ কাপ নারকেল দুধ নিন। এতে ১ চা চামচ আমলা তেল মিশান। এবার এই প্যাকটি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। অপেক্ষা করুন অন্তত ১ থেকে ২ ঘন্টা। এরপর শ্যাম্পু করে নিন।
নারকেল দুধ ও অ্যালোভেরা জেল
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে মেশান ১/৪ কাপ ঘন নারকেলের দুধ। এই প্যাকটি মাথায় লাগিয়ে রাখুন আধা ঘন্টা। এরপর চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুধু চুল পড়াই কমাবেনা, চুলকে অনেক সিল্কিও করবে।
আদার রস স্প্রে বোতলে সংগ্রহ করে স্প্রে করুন চুলে। সপ্তাহে কয়েকবার এটি ব্যবহার করলে বাড়বে চুলের বৃদ্ধি। এছাড়া চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই এই প্রাকৃতিক উপাদানের।
আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে ও চুলের বৃদ্ধি বাড়ায়।
আদায় রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল।
আদায় থাকা অ্যান্টি-সেপটিক উপাদান খুশকি দূর করতে সাহায্য করে।
চুলের যত্নে আদার রস নিয়মিত ব্যবহার করলে দূর হয় চুল পড়ার সমস্যা।
চুল প্রাকৃতিকভাবে ঝলমলে করে আদার রস।
চুলের দ্রুত বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করে দেখুন | পৃথিরির শ্রেষ্ঠ উপায় চুল বড় করার
#homeremedies #চুলেরদ্রুতবৃদ্ধি #পৃথিরিরশ্রেষ্ঠউপায়চুলবড়করার