Sunday, 14 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে || শিল্পীঃ- শ্রীকান্ত আচার্য

যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে || শিল্পীঃ- শ্রীকান্ত আচার্যУ вашего броузера проблема в совместимости с HTML5
সেদিন দুজনে দুলেছিনু বনে,     ফুলডোরে বাঁধা ঝুলনা। শিল্পীঃ- শ্রীকান্ত আচার্য রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩৩৪ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯২৭ রচনাস্থান: ব্যাংকক থেকে পিনাং যাবার পথে স্বরলিপিকার: রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন দুজনে দুলেছিনু বনে,     ফুলডোরে বাঁধা ঝুলনা।      সেই স্মৃতিটুকু কভু খনে খনে    যেন জাগে মনে, ভুলো না ॥ সেদিন বাতাসে ছিল তুমি জানো--   আমারি  মনের প্রলাপ জড়ানো,      আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥      যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।      দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে। এখন আমার বেলা নাহি আর,    বহিব একাকী বিরহের ভার--      বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥ More Videos link :- https://youtu.be/pfhBvDEKVoA https://youtu.be/TASscuLwXBE https://youtu.be/6iPtadkpamI https://youtu.be/tv-xjO7mCQ0 https://youtu.be/Fjgf2DXXDCE https://youtu.be/8AH6yQZER04 Subscribe our Channel:- https://m.youtube.com/channel/UCOswI4wWrS7WNPv_dCzjbgg
Мой аккаунт