У вашего броузера проблема в совместимости с HTML5
সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোন মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে মানব-সভ্যতা! যেভাবে ক্রমশ ভয়াবহ হচ্ছে বিশ্ব পরিস্থিতি তাতে প্রবল বিস্ফোরণে লাভা উগরে বিশ্বের মেরুদণ্ড- মাউন্ট আগুং ভেঙে পড়তে পারে। প্রবল ধোঁয়া ও গরম ছাইয়ের স্রোত যেভাবে বালি মাউন্ট আগুংয়ের জ্বালামুখ থেকে বের হচ্ছে, তাতে অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাতে করে ওই এলাকার মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে! মাউন্ট আগুং-কে বালিবাসী বিশ্বের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করে থাকেন। সেই মেরুদণ্ড জ্বলতে শুরু করেছে। তাতেই ছড়িয়েছে আতঙ্ক। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, আগ্নেয়গিরির ভয়াবহ আকার দেখে বিমান চালনা বন্ধ করার পরিস্থিতি বেশ জটিল। আতঙ্কিত বহু মানুষ আশ্রয় নিয়েছেন বালি বিমান বন্দরে। রয়েছেন অনেক ভিনদেশি পর্যটকও। বালি মাউন্ট আগুংয়ের ভয়াবহ রূপ দেখে স্থানীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এর জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে প্রাচ্যের যাতায়াতে ধাক্কা লেগেছে।
Visit our Channel: https://youtube.com/c/asdwebs
------------------------------------------------------------------------
Subscribe For The Latest Bangla News: http://goo.gl/6LPdTV
Asdwebs ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওগুলু সবাইকে দেখার সুজুগ করে দিন।
বিঃদ্র : asdwebs ইউটিউব চ্যানেলের কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন । আমাদের কোন ভিডিও অন্য কোন চ্যানেলে পাওয়া গেলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
Don't forget to SUBSCRIBE
Like| Comment| Share
Thanks !
Follow Us On Google Plus : https://plus.google.com/+asdwebs