https://web.facebook.com/aynuddin2010
#AynuddinAlAzadRah. #IslamicSong #আইনুদ্দীনআলআজাদ
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
আজ স্বাধীনতা যেনো দুর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম,
স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম।।
এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায়না ভাত,
সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত।।
ঐ কৃষকের চোখে করুন চাহনি দেখতে আমি চাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
আজ স্বাধীনতা যেনো মামার হাতের পান্তাভাত আর মোয়া,
স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া।।
এদিকে শহীদ মা-জননী ব্যথায় কাতর বুকে,
জ্বীর্ন-শীর্ণ নিস্ব হয়ে মরিছে ধুঁকে ধুঁকে।।
ঐ শহীদ মায়ের করুণ কান্না শুনতে আমি চাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
আজ স্বাধীনতা যেনো এফডিসি নামে অশ্লীলতার আসর,
আজ স্বাধীনতা মানে মিডিয়া গুলোর যৌনজ্বরে কাতর।।
মায়ের জাতির অপমান আজি রাস্তায় পথে ঘাটে,
ইজ্জত আব্রু ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে।।
.......................
-আইনুদ্দীন আল আজাদ (রহ.)
সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
সাবেক প্রশিক্ষণ সম্পাদক ঢাকা মহানগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।