Tamak Pata (তামাক পাতা)-Ashes (Live at TSC) Lyrics (Full)
У вашего броузера проблема в совместимости с HTML5
Tamak Pata (তামাক পাতা) by Ashes live at TSC in 29/04/2016
Enjoy ✌
Lyrics:-
তুমি তামাক ধরাও তামাক ধরাও
আগুন জ্বালিয়ে দাও।
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি।
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে।
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি? কবিতা লেখা যায় রে?
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
তুমি মাঝেমাঝে তোমার মাঝে আমারে চাইতা!
তুমি মাঝেমাঝে আমার মাঝে তোমারে চাইতা!
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম হায় আমি!
মনের বিরুদ্ধে নিজেরে দিতাম হায়!
মনের বিরুদ্ধে কি? নিজেরে দেয়া যায় রে?
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে.... (৪)