তাবিথ আউয়াল হবে নগর পিতা | একি বললেন অসম রব | BD Culture Update NEWS
У вашего броузера проблема в совместимости с HTML5
তাবিথ আওয়াল হবে নগর পিতা | একি বললেন অসম রব | BD Culture Update NEWS
বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে তাবিথ আউয়ালকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে।
সোমবার রাতে ঢাকায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের পর বিএনপির পার্লামেন্টারী বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হয়।
তাবিথ আউয়াল এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২০১৫ সালে এই সিটি কর্পোরেশনের প্রথম দফা নির্বাচনে তিনি বিএনপির পক্ষ হয়ে লড়েছিলেন।
ঐ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক তাবিথ আউয়ালকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
তবে ভোটের দিন মি. আউয়াল নির্বাচন বর্জনের ঘোষণা করেছিলেন।
বিএনপির সূত্রগুলো জানাচ্ছে মেয়র পদে দলের মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন। এদের মধ্যে রয়েছেন: সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে জানান, গত নির্বাচনে ভাল ভোট পাওয়ার পরও তাবিথ আউয়াল দলের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।
তিনি বলেন, দলের পার্লামেন্টারি বোর্ড যে ক'জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে, তারা সবাই যোগ্য বলে বিবেচিত হলেও তাবিথ আউয়ালের শিক্ষা, নির্বাচনের অভিজ্ঞতা, তারুণ্য ইত্যাদি বিবেচনা করে দল তাকেই বেছে নিয়েছে।