সিলেট সিগন্যাল কাপড়ের ব্রান্ড শপের প্রতারনা। এক ধোয়াতেই রঙ উঠলো।
У вашего броузера проблема в совместимости с HTML5
সিলেট সিগন্যাল ব্রান্ডের নিম্নমানের কাপড়।
ঈদে ১৫৯০ টাকায় শার্টটি কেনেন দরগাগেইট এলাকার একজন ব্যক্তি যিনি আমার বন্ধু। ঈদের পরে এক ধোয়াতেই রঙ যেতে দেখে তিনি আম্বরখানা সিগন্যাল শপকে বিষয়টি অবহিত করেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা ক্রেতার কথায় কোন পাত্তা দেননি। তারা আত্নবিশ্বাসের সাথে বলেন তাদের কাপড়ে রঙ যেতে পারেনা। আকারে ইংগিতে বোঝাতে চান যে ক্রেতাই মিথ্যে বলছেন। বিষয়টি এক পর্যায়ে ইগো সমস্যা হয়ে দাঁড়ায়। তখন শার্ট এনে ম্যানেজার কে বলা হয় একটু পানি দিয়ে দেখতে যে শার্ট থেকে রঙ যায় কিনা! ম্যানেজার জানান তাদের ওইখান থেকে পানি দেওয়া যাবেনা! ফলে বাধ্য হয়ে ওই ক্রেতাই বাসা থেকে পানি বালতি নিয়ে আসেন। এরপরেই বেরিয়ে আসে থলের বেড়াল। স্বচ্ছ পানিতে ধোয়ার পরে এমন ভাবে রঙ বেরিয়ে আসছিল যা কোন ব্রান্ড নামীয় ক্লথ শপের জন্য লজ্জার। আমার কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শার্টের দাম প্রায় ১৬০০ টাকা হয় কি করে? আর হলেও এর এমন অবস্থা হবে কেন? বংগবাজারের দুইশ টাকা দামের শার্ট থেকেও তো মনে হয় এক ধোয়ায় রঙ যাবেনা!
তাহলে কি এই প্রোডাক্টস এর চেয়েও নিম্ন মানের। সিগন্যালের এমন প্রতারনা রুখবে কে?
ঘটনা দেখুন ভিডিও তে।