স্বপ্নে কোন রং এর সাপ দেখলে, জীবনে কোন আলামত নেমে আসে??কোন কালারের সাপের অর্থ কি হতে পারে?
У вашего броузера проблема в совместимости с HTML5
সাপ স্বপ্ন দেখার অনেক তাবির রয়েছে তাই আজ বলব, যে প্রাণিটি বাস্তবে দেখলে সকলেই ভয় পায়, অধিকাংশ মানুষ সে প্রাণিটি স্বপ্নে দেখেন আর প্রাণীটির নাম হল সাপ, এর তাবিরও অনেক রকম রয়েছে, তবে এর মুল যে তাবির তা কখনো ভলো হয় না, মুয়াব্বির বা ব্যখ্যাকারগন স্বপ্নে সাপ দেখার তাবির ভাল নয় বলে উল্লেখ করেছেন। সাপ দুশমনের আলামত, এর আরেকটি তাবির হল প্রতিবেশী আপনাকে হিংসা করবে, যদি কেহ স্বপ্নে সাপ দেখে ফেলে তাহলে তার উচিত আল্লাহ বারেগাহে দুশমন থেকে হেফাজতের দোয়া করা। এবং কিছু সদকাহ খয়রাত করা উচিত।
#স্বপ্ন
#সাপ
#আলামত