সামাজিক কড়চা । ভারতের অর্থনীতি । দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা । Bad Loans । NPA
У вашего броузера проблема в совместимости с HTML5
আজকে খুব সহজ ভাবে কিছু কঠিন হিসেব কষার চেষ্টা করব আমরা। আমাদের দেশের অর্থনীতির হিসেবটাও কিন্তু অনেকটা আমাদের সংসার খরচের মতো, শুধু টাকার অঙ্কটা একটু বেশী। মাসের শুরুতে আমাদেরও বাজেট তৈরী করতে হয়, সরকারকেও দেশের অর্থনীতি চালাতে বাজেট বানাতে হয়। এই মাসেই ক'দিন আগে প্রকাশিত হয়েছিলো আমাদের দেশের এবারের বাজেট এবং সেখানে খুব লক্ষ্য করার মতো একটা ব্যাপার হয়েছে আর সেটা হলো - সরকারি ব্যাঙ্কগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ৭০,০০০ কোটি টাকা যাতে ব্যাঙ্কগুলোর বেসামাল অবস্থা একটু ঠিকঠাক হয়। কিন্তু আজ হঠাৎ আমাদের দেশের সরকারি ব্যাঙ্কগুলোর এমন হাঁড়ির হাল কেন? হঠাৎ সরকারকেই বা এত টাকা ঢালতে হচ্ছে কেন এই ব্যাঙ্কগুলোর পিছনে? সেটাই আজ সহজ করে বোঝার চেষ্টা করব আমরা হঠাৎ যদি উঠলো কথা-র আজকের পর্বে।
Can we break down economic jargon to relatable quips? Here's us trying to explain the current state of the Indian banking system and the havoc it is causing on the Indian economy. We start by explaining the concept of bank recapitalization and then move on to wilful defaulters and corporate bad loans that have led to this stock gap measure. The idea here is to make people understand in lucid terms as to how the Indian economy faced its cash crunch and what the scenario is at present, which is putting our economic progress in the backburner.
Music by Bensound
Reference text:
https://www.businesstoday.in/sectors/banks/more-lenders-to-bhushan-power-may-report-fund-misappropriation/story/362837.html
https://scroll.in/latest/929537/budget-2019-government-allocates-rs-70000-crore-for-psu-bank-recapitalisation