পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা II HALDIA LIVE
У вашего броузера проблема в совместимости с HTML5
'আইনের অনুশাসন ভারতবর্ষে সুপ্রতিষ্ঠিত'পুলিশের বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের সভাকক্ষে। এই বিতর্ক প্রতিযোগিতা দুটি রেঞ্জের মধ্যে হয়। বাঁকুড়া এবং মেদিনীপুর রেঞ্জের মধ্যে হয়। বাঁকুড়া রেঞ্জের মধ্যে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলার পুলিশরা অংশগ্রহণ করেন। মেদিনীপুর রেঞ্জের মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা অংশ নেন। দুটি রাজ্যের মধ্যে পক্ষে বিপক্ষে 10 জন করে মোট কুড়ি জন পুলিশকর্মী অংশ নেন। এই বিতর্ক প্রতিযোগিতায়।
পুলিশের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজীব কুমার মিশ্র, আইজি পশ্চিমাঞ্চল। ডিআইজি সুকেশ কুমার জৈন, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ভি. সোলেমান নেশা কুমার সহ স্থানীয় একটি স্কুলের ছেলেমেয়েরা। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ছিল ক্যুইজ কম্পিটিশন।
পুলিশের এই বিতর্ক প্রতিযোগিতা জেলাস্তরে আগেই হয়ে গিয়েছে। পুলিশের রেঞ্জ এর বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে যে দুজন প্রথম হয়েছেন তারা রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। ডিআইজি সুকুমার জৈন বলেন এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ দের মধ্যে আরো বেশি অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই কারণেই এই বিতর্ক প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয়ে থাকে।
#haldialive #haldianews #banglanews