Sunday, 05 October, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

নিরাপদ সড়ক চাই | Nirapad Sarak Chai | Khalid Sangeet | খালিদ সঙ্গীত

নিরাপদ সড়ক চাই | Nirapad Sarak Chai | Khalid Sangeet | খালিদ সঙ্গীতУ вашего броузера проблема в совместимости с HTML5
ওয়েলকাম টিউন: গানটি ওয়েলকাম টিউন হিসেবে মোবাইলে সেট করতে রবির গ্রাহকরা ডায়াল করুন *8466*777#। আর এয়ারটেল গ্রাহকরা ডায়াল করুন *788*777# Nirapad Sarak Chai | Khalid Sangeet | Composer: Emon Shaha | Artist: Konal & Salma & Aziz & Imran | Writer: Mahbubul A Khalid | মাহবুবুল এ খালিদ | Song Category: Awareness Web: http://www.khalidsangeet.com Facebook: https://www.facebook.com/mahbubulakhalid -------------- Lyric -------------- নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই নির্বিঘ্নে পথ চলতে চাই মায়ের ছেলে মায়ের কোলে নিরাপদে ফিরতে চাই।। ও আমার চালক ভাই আছে তোমার ছেলে তোমার ভাই তারাও চলে একই পথে পরতে পারে কোন গাড়ির তলে। তুমি সাবধানে চালাও গাড়ি ও আমার চালক ভাই নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।। ও আমার যাত্রি ভাই তোমার জ্ঞানে গুনে কম্‌তি নাই সময় নিয়ে বেরোও পথে তাড়াহুরার কি আছে ভাই। নিয়ম মেনে চলবো পথে দূর্ঘটনা ঘটবেনা তাই নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।। যথাতথা থামবো না আর পাল্লা দিয়ে চলবো না ভাই, অতিরিক্ত যাত্রি হয়ে আর কোন যানে চড়বো না তাই। দুখের কান্না কাঁদবো না আর ধৈর্য নিয়ে চলবো সবাই ও চালক যাত্রি ভাই এস সবাই মিলে দূর্ঘটনা এড়াই। ---------------- Gist ------------------- We want safe road We want to move freely on roads We want to return to our mothers safe and sound. O my driver friend You have sons and brothers They also use the same roads And they can also fall under other cars. So, drive your car carefully. O my driver friend We want safe road. O my passenger friend You have merits and qualifications Get out on roads having plenty of time. Why this hurry my friend! We will follow the traffic rules to avoid accidents. We want safe road. We won’t park cars here and there Nor we go for any race on roads We won’t board on any over-loaded vehicle. Nor we cry out of pain We will keep patience. O my driver friend, O my passenger friend Come, let’s avoid all accidents together.
Мой аккаунт