মধ্যবিত্তের জন্য গাড়ি: দাম হবে ৭ লাখ টাকা !! নতুন বছরেই দেশে বাজারে ছাড়বে !!!
У вашего броузера проблема в совместимости с HTML5
দেশের মধ্যবিত্তরা তাদের ক্রয়ক্ষতার মধ্যেই গাড়ি কেনার সুযোগ পেতে যাচ্ছে। নতুন বছরেই দেশে সংযোগিত গাড়ি বাজারে ছাড়বে পিএইচপি ফ্যামিলি। এসব গাড়ির দাম সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মধ্যে থাকবে। তিন ধরনের গাড়ি সংযোজন করছে এই শিল্প প্রতিষ্ঠানটি।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রথম দিকে গাড়ি সংযোজন কারখানা দিয়ে শুরু করেছি। তবে আমাদের স্বপ্ন আরো বড়। নিকট ভবিষ্যতে বাংলাদেশেই সম্পূর্ণ নতুন গাড়ি তৈরি হবে। এ স্বপ্ন নিয়েই এগোচ্ছে পিএইচপি ফ্যামিলি।