Monday, 15 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

Magic by Sahana and Samantak

Magic by Sahana and SamantakУ вашего броузера проблема в совместимости с HTML5
Album available for download on iTunes: https://itunes.apple.com/us/album/shikawr/id920086886 #sahanabajpaie #samantak #samantaksinha #saptarshirouth #shikawr #magic -------------------------------------------------------------------------------- Album: Shikawr (শিকড়) Vocals: Sahana Bajpaie, Samantak Sinha Lyrics, Composition: Saptarshi Routh Music Arrangement: Samantak Sinha Made By: Swadesh Misra & Sudipta Majumdar -------------------------------------------------------------------------------- ম্যাজিক জানা ছেলেরা ভোর-সকালে একপাল  ভ্যানিশ করে স্কুল-গাড়িদের বেবাক বেসামাল  স্কুল-গাড়িতে ফ্ল্যাটবাড়িটা স্কার্ট-টাই-জুতো গায় ম্যাজিক জানা মেয়েরা দলে দলে কাগজ কুড়োতে যায়   ফুস-মন্তর যন্তর থেকে টোস্ট-ডিম-দুধ ভরা ফ্লাস্ক  বাসন মাজা টেবিল মোছা দিন কাটে ভরা হোমটাস্ক  সকালবেলা রবীন্দ্রনাথ আর বিকেল ক্যারাটে ক্লাস ম্যাজিক জানা ছেলেরা ঢালে গরম  চায়ের গ্লাস     # টেবিল এ পাস্তা মাটিতে ঠান্ডা ভাতে একহাতা ডাল কানে ipod বাজছে নিভৃতে পেটকাটি চাঁদিয়াল ক্লাস টেস্টের অঙ্ক যেখানে সাড়ে সাত পায় দশে ম্যাজিক জানা মেয়েরা সকলে বাসন মাজতে বসে    # ঠান্ডা গাড়ির কাঁচ নামিয়ে সাজানো ফুলের তোড়া ভাইয়ের কোলে বোন্ হাঁটছে, জোছনা রাস্তা জোড়া চাঁদের আদর রাতের পোশাক হয় ফুটপাথ বিছানায় ম্যাজিক জানা ছেলে মেয়েরা সব এখন ঘুমোতে যায়  -----------------------------------------------------------------------------
Мой аккаунт