У вашего броузера проблема в совместимости с HTML5
হাত ও পায়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
হাতের কালো দাগ
চোখের নিচের কালো দাগ দূর করার উপায়
হাত পায়ের নখের যত্ন
হাত ও পা ফর্সা করার উপায়
হাত পা ফর্সা করার লোশন
হাত ফসা করার উপায়
নখের কালো দাগ
রোদে পোড়া দাগ দূর করার উপায়
টমেটো- টমেটোর রস ও সর ১:২ অনুপাতে মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোর সাহায্যে হাত, পায়ে লাগান। ৪০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এটা করুন।
টক দই- প্রতি দিন স্নান করার আগে হাত ও পা টক দই দিয়ে মাসাজ করুন। পাঁচ থেকে সাত মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। টানা এক মাস করলে ধীরে ধীরে কালো ছোপ দূর হবে। ভাল ফল পেতে দইয়ের সঙ্গে লেবুর রস মেশাতে পারেন।
লেবু- লেবুর রস ও শশার রস সম পরিমাণে মিশিয়ে নিন। এক চিমটি হলুদ মেশান এর সঙ্গে। এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। টানা ১৫ দিন করলে ভাল ফল পাবেন।
বেসন- চার টেবিল চামচ বেসন, রোজ ওয়াটার ও জল মিশিয়ে নিন। হাত, পায়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে দু’দিন এটা করুন।