ঘরে বসেই হলদে দাঁতকে সাদা করার জাদুকরী কৌশল যা অবাক করা ফলাফল ১০০% কাজ করবে
У вашего броузера проблема в совместимости с HTML5
ঘরে বসেই হলদে দাঁতকে সাদা করার জাদুকরী কৌশল যা অবাক করা ফলাফল ১০০% কাজ করবে
নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে শুধু সুন্দর চেহারার অধিকারী হতে হবে এমনটা ভাবার কোনও কারণ নেই। এর জন্য আপনার ঝকঝকে দাঁতের মুক্তো ঝরা হাসিই যথেষ্ট। সাদা ঝকঝকে দাঁতের হাসি সত্যিই দেখতে সুন্দর।
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পাশাপাশি দাঁতেরও ক্ষয় হয়। জিনগত কারণ, ভালো করে দাঁত পরিষ্কার না করা, মাত্রাতিরিক্ত পরিমাণ চা- কফি পানে দাঁত হলুদ হয়ে যায়। আর দাঁতের রঙ হলুদ হলে অনেকেই হীনমন্যতায় ভোগেন। ভাঁটা পড়ে আত্মবিশ্বাসেও।
সমীক্ষায় দেখা গেছে, ১০ জনের মধ্যে প্রায় ৮ জনেরই দাঁত সাদা নয় বরং হলদে বর্ণের হয়। বেশি মাত্রায় সিগারেট বা তামাক সেবন করলেও দাঁত হলুদ হয়ে যেতে পারে। অনেক সময় বিশেষ কোনো অ্যান্টিবায়োটিকের প্রভাবে এবং আবহাওয়ার কারনেও দাঁতের এমন হাল হয়।
তবে দাঁতের হলুদভাব কমিয়ে পুনরায় উজ্জ্বল সাদা করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেয়া যেতেই পারে। কিন্তু সেটা হবে ব্যয় বহুল। তাই একেবারে কম খরচে দাঁত ঝকঝকে সাদা করার কয়েকটি ঘরোয়া উপায় আছে। সেগুলো মেনে চললে মাত্র এক সপ্তাহের মধ্যে সুফল পেতে শুরু করবেন।
দাঁতের হলুদভাব কমাতে যে যে পদ্ধতিগুলি খুব কাজে আসে সেগুলি নিম্নে দেয়া হলো :
#খাবার সোডা
#কমলা লেবু
#স্ট্রবেরি
#লেবু
#আপেল
#নুন
#তুলসি পাতা
please subscribe my channel for more videos.........
source : https://goo.gl/TZhUa5