দুইজনা এক ঘর বাঁধিতাম না থাকলে নদী || SUJAN SARKAR || অমূল্য সরকারের গান
У вашего броузера проблема в совместимости с HTML5
গানের কথা -
ওপারে কাঁদিছো বন্ধু আমি এপারে কাঁদি
দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী
ভুলিতে পারিনা তোমায় দেখা অবধি
দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী
নির্জনে বসে কাঁদিগো গোপন অন্তঃপুর
ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর
পারিনা ঘরে থাকিতে পারিনা বাহিরে যেতেগো
জ্বলে পুরে মরতে হবে ওগো দরদি
দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী
মালা গেঁথে ডালা ভরে ভাসিয়ে দিলে
পারো যদি তুলে নিয়ে পরিও গলে
পারে থেকো দাঁড়াইয়া এপার থেকে দেখবো চাইয়া গো
ওগো নিঠুর দরদি
দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী
অমূল্য কয় ওলো সখী বুঝে দেখ এখন
কালো রূপে নয়ন দেওয়া জ্বালাটা কেমন
মনের মানুষ ধ্যানে গিয়া গোপন ঘরে থাকিলো গিয়া গো
প্রেমের বিষের উল্টো ক্রিয়া নাই তার ঔষধি
দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী ।
কথা ও সুর - অমূল্য সরকার
কন্ঠ - সুজন সরকার
-----------------------------------------------
Song -
Opare Kandichho Bondhu Aami Epare Kandi
Duijonai Ek Ghor Bandhitam Na Thakle Nodi
Lyric & Compose - Amulya Sarkar
Vocal & Dotara - Sujan Sarkar
Video & Edit - Suman Saha | Audio Curtsy - Intaj Ali