Monday, 22 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

চোখ ও বুদ্ধি হবে সুপার কম্পিউটারের থেকেও বেশি। শুধু মাত্র এক চামচ গ্রহণ করুন গরম দুধের সাথে।

চোখ ও বুদ্ধি হবে সুপার কম্পিউটারের থেকেও বেশি। শুধু মাত্র এক চামচ গ্রহণ করুন গরম দুধের সাথে।У вашего броузера проблема в совместимости с HTML5
আমাদের এই সময়ে চোখের সমস্যা এবং মাথার সমস্যার সবথেকে বেশি হয়ে থাকে।সারাক্ষণ মোবাইল কম্পিউটার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গেজেট এর মধ্যে সময় পার করার ফলে। চোখের দৃষ্টিশক্তি অনেকটা কমে যায়।এছাড়াও আমাদের খাবার-দাবারের কিছু ভুল-ভ্রান্তির কারণে মাথার বুদ্ধি অনেকটা কমে যায়। যা এখনকার সময়ে ছোট বাচ্চা কাচ্চাদের মধ্যে প্রায়শই দেখা যায়। আর আমরা এ থেকে বাচার জন্য। বিভিন্ন ধরনের বাজারে পাওয়া পাউডার ব্যবহার করে থাকি। কিন্তু সেখানেও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করার কারণে হিতে বিপরীত হয়। আর এজন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটি পাউডার তৈরি করে দেখাবো। যা উষ্ণ গরম দুধের সাথে এক চামচ গ্রহণ করার ফলে। চোখের দৃষ্টিশক্তি যেমন প্রখর হয়ে যাবে। পাশাপাশি আপনার বুদ্ধি হয়ে যাবে সুপার কম্পিউটারের থেকেও অনেক বেশি। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেয়া যাক। #বুদ্ধি_বাড়ানোর_উপায় #দৃষ্টিশক্তি_বাড়ানোর_উপায়
Мой аккаунт