গঙ্গা পুত্র ভীষ্মের জন্ম:
(কাশীদাসী মহাভারতের আদিপর্ব ৮১ পৃষ্ঠা, রাজ শেখর বসু অনুদিত মহাভারতের আদিপর্ব ৩৮ পৃষ্ঠা)
একদিন হস্তিনাপুরের পরম ধার্মিক রাজা শান্তনু মৃগয়ার জন্য বনে গেলেন। বিভিন্ন স্থান ঘুরে তিনি এক সময় গঙ্গার তীরে উপস্থিত হলেন। ঠিক তখনই জাহ্নবী অর্থাৎ গঙ্গাদেবী তার সামনে প্রকট হলেন। জহ্নবীর চোখ ধাঁধানো রূপে মোহিত হয়ে শান্তনু তাকে রাজ রাণী করার বাসনা ব্যক্ত করলেন। গঙ্গা বললেন, আমি আপনার ঘরণী হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি কোনোদিন আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। যেদিন আপনি আমার কাজে বাধা দেবেন সেদিনই আমি আপনাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাব। রাজা বললেন, তাই হবে। আমি তোমার কোনো কাজেই ব্যাঘাত ঘটাবো না। তারপর মহা সমারোহে রাজা শান্তনু ও গঙ্গার বিবাহ সম্পন্ন হল। পরম সুখে তাদের দিন অতিবাহত হতে থাকে। এক সময় গঙ্গা এক পুত্র সন্তান প্রসব করলেন। কিন্তু শান্তনু অবাক হয়ে লক্ষ্য করলেন, তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে দ্রুত পায়ে নদীর দিকে চলেছেন। কৌতূহলী রাজা তাকে অনুসরণ করে গঙ্গার তীরে এলেন। তিনি স্তম্ভিত হয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী সদ্যজাত শিশু পুত্রকে নদীর জলে ফেলে দিয়ে নির্বিকার চিত্তে প্রাসাদে ফিরে চললেন। পূর্বের শর্তের কথা মনে করে স্ত্রীকে হারানোর ভয়ে তিনি তাকে কিছুই বলতে পরলেন না। পরের বছরও ঠিক একই ঘটনা ঘটল। এভাবে রাজ মহিষী একে একে সাতটি সন্তান গঙ্গার জলে বিসর্জন দিলেন। অষ্টম পুত্রের জন্মের পর শান্তনু আর নিজেকে সংযত রাখতে পারলেন না। গঙ্গায় বিসর্জন দেবার আগেই তিনি রাণীকে বাধা দিয়ে বললেন, তুমি কি মানবী না পাষাণী? নিজের সন্তানকে কি কোনো মা এভাবে হত্যা করতে পারে? সঙ্গে সঙ্গে দেবী গঙ্গা স্বমূর্তি ধারণ করে বললেন, শুনুন মহারাজ, আমি ত্রিধারা গঙ্গা। আপনার ঔরসে আমার গর্ভে যে আটজন পুত্রের জন্ম হয়েছে, এরা হলেন স্বর্গের অষ্টবসু। মহর্ষি বশিষ্ঠের অভিশাপে এদের মানব জন্ম গ্রহণ করতে হয়েছে। সাতজন বসু জন্মের সাথে সাথেই মুক্তি লাভ করে স্বর্গে ফিরে গেছেন। এক বিশেষ কারণে অষ্টম পুত্রকে সম্পূর্ণ মানব জন্ম পৃথিবীতে অতিবাহিত করতে হবে। আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তাই আমি আপনাকে ত্যাগ করে চলে যাচ্ছি। এই বলে গঙ্গা দেবী পুত্রকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন।
Vishma, shantanu, Ganga, Ganges, story of Bhisma, গঙ্গা পুত্র, ভীষ্ম, শান্তনু, গঙ্গা পুত্র ভীষ্ম, অষ্টবসু, গঙ্গা সাগর, গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, ভীষ্মের জন্ম, জাহ্নবী, শান্তনু ও গঙ্গা,
YouTube channel?
https://www.youtube.com/alokpat
Facebook?
https://www.facebook.com/alokpat4you/
Instagram?
https://www.instagram.com/alokpat4u/
Twitter??
https://mobile.twitter.com/PandaySukanta
Blogg?
http://alokpat.blogspot.in/?m=1
Sharechat? @alokpat
সম্পুর্ন বিনামূল্যে এই চ্যানেলের আপডেট পেতে Subscribe অপশনে ক্লিক করে পাশের ঘন্টা (?) বাজিয়ে রাখুন। বন্ধুদের জানাতে Facebook, Twitter, WhatsApp সব জায়গায় শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি কোন ভুল হয়ে থাকে মার্জনা করবেন। ভিডিও গুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন।
ভালো থাকবেন।
Credit:
music:
https://www.bensound.com/
Sound effects:
https://www.partnersinrhyme.com/
https://www.soundbible.com/
Green screen effects:
https://www.youtube.com/channel/UCwNG7D5foTK8yFCnCDhAkoA
Facts:
#alokpat #আলোকপাত, #Vishma, shantanu, Ganga, Ganges, story of Bhisma, গঙ্গা পুত্র, #ভীষ্ম, শান্তনু, গঙ্গা পুত্র ভীষ্ম, অষ্টবসু, গঙ্গা সাগর, গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, ভীষ্মের জন্ম, জাহ্নবী, শান্তনু ও গঙ্গা,birth of bhishma pitamah, birth of bhishma, birth of bhishma in mahabharata