Wednesday, 24 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

Balurghat Bridge Bus Accident 2018 in Murshidabad West Bengal

Balurghat Bridge Bus Accident 2018 in Murshidabad West BengalУ вашего броузера проблема в совместимости с HTML5
#বেঁচে_আছি! এখনও বিশ্বাস হচ্ছে না : মৌমিতা মণ্ডল (দুর্ঘটনায় তলিয়ে যাওয়া বাসের যাত্রী) হাত-পা এখনও কাঁপছে। বিশ্বাসই করতে পারছি না, বেঁচে আছি! কী ভাবে বাসের ভিতর থেকে বেরিয়ে, সাঁতরে পাড়ে উঠেছি, বলতে পারব না। কিছুই মনে নেই। তার পর তো ওঁরা এই হাসপাতালে নিয়ে এসেছেন। বার বার নিজের গায়েই হাত দিয়ে দেখছি, এই আমিটাই আসল আমি তো! সকাল সওয়া ৬টা থেকে দাঁড়িয়েছিলাম পুরনো বিডিও অফিসের মোড়ে। পাশেই আমার বাড়ি। বিশ্ববিদ্যালয়ে যাব বলে মালদহের বাসের অপেক্ষা করছিলাম। সাড়ে ৬টা নাগাদ এই বাসটি এসেছিল। ভিড়ে ঠাসা। তার মধ্যেই সেঁধিয়ে গিয়েছিলাম। উঠেই বসার জায়গা পাইনি। সব সিট ভর্তি ছিল। অনেকে দাঁড়িয়েও ছিলেন। সব মিলিয়ে জনা ষাটেক মানুষ তো ছিলেনই। মহিলাদের আসনে এক ভদ্রলোক বসেছিলেন। তিনিই উঠে দাঁড়িয়ে আমাকে জায়গা দেন। বসে পড়ি। মোবাইলে গান শুনব বলে ব্যাগ থেকে হেডফোনটা বার করি। তার পর চোখ বন্ধ করে গানই শুনছিলাম। কত ক্ষণ হবে ঠিক খেয়াল নেই। আপন মনেই গান শুনছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দ। গানের আওয়াজ ছাপিয়ে কয়েকশো গুণ বেশি সেই শব্দে তাকিয়ে দেখি বাসটা শূন্যে উড়ছে। মুহূর্তেই জলের মধ্যে পড়ে যায় বীভৎস শব্দে। তার পর তলিয়ে যেতে শুরু করে। এর পর আর তেমন করে কিছু মনে নেই। তবে, জলের ভিতরে একটা আলোর রেখা দেখতে পাচ্ছিলাম। কনকনে ঠান্ডা জল। তবে বেশ স্বচ্ছ। দম বন্ধ হয়ে আসছিল। কিছুতেই শ্বাস নিতে পারছিলাম না। শুধু মনে আছে, ওই আলোকে লক্ষ্য করে হাত-পা ছুড়ছিলাম। সাঁতারটা জানতাম। সেই সময় কারা যেন আমার পা ধরে টানছিল। গাল, মুখ, হাত— সবখানেই অন্যদের শরীরের ঝাপটা লাগছে। কে যেন আঁকড়ে ধরতেও চেয়েছিল। কিন্তু, তার পরেও কী ভাবে যেন উপরে ভেসে উঠি। হাত-পা ছোড়াটা থামাইনি এক মুহূর্তের জন্য। ভাগ্যিস সাঁতারটা জানতাম। তাই কোনও রকমে পাড়ে উঠতে পেরেছি। পাড়ে ওঠার পর আর যেন পারছিলাম না। শুয়ে পড়ি। তখনই কারা যেন এসে আমাকে তুলে নেয়। তার পর তো এই ডোমকল হাসপাতাল। কপালের কাছটায় অনেকটা কেটে গিয়েছে। কী ভাবে, কে জানে! #1Murshidabad balirghat bus accident বালুরঘাটে বাস উল্টে মৃত প্রায় প্রায় 58 জন মানুষ। জলঙ্গি ব্লকের কিছু মানুষ বালির ঘটে দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর।।। তাদের তথ্য জানা থাকলে BDMO 9733449397 BDO অফিসে 03481 235022 NO এ যোগাযোগ কোরতে বলুন।।। ব্যাপক ভাবে এটা প্রচার করা হোক।।। Jalangi B.D.O
Мой аккаунт