অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বিবাদে জড়িয়ে বাংলাদেশ, ভারতের যারা যে শাস্তি পেলেন
У вашего броузера проблема в совместимости с HTML5
#u19WC #cricket
যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স আপ ভারতের পাঁচজন ক্রিকেটারকে চার থেকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার বাংলাদেশ ট্রফি জেতার পরে মাঠের মধ্যেই দুই দলের ক্রিকেটারদের বাকযুদ্ধে লিপ্ত হতে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই পাঁচজন ক্রিকেটারকে শাস্তি দেবার কথা জানালো আইসিসি। এই পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় ক্রিকেটার।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
https://www.bbc.co.uk/bengali
https://facebook.com/BBCBengaliService
https://twitter.com/bbcbangla